ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ১৫০০ টি Lenovo Core i3 Desktop PC হস্তান্তর উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ে Lenovo Bangladesh এক ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত এএমডি জনাব হাবিবুল্লাহ, Lenovo এর ওভারসিস জেনারেল ম্যানেজার মিস্টার নাভীন কেজরিওয়াল, কম্পিউটার ভিলেজের চেয়ারম্যান জনাব মুহাম্মদ জসিম উদ্দিন, ব্র্যাকনেটের জেনারেল ম্যানেজার এবং বাংলাদেশে Lenovo ব্র্যান্ডের পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার গৌতম সাহা। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিকসহ ইসলামী ব্যাংক, Lenovo, Excel Technologies, কম্পিউটার ভিলেজ এবং ব্র্যাকনেটের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।